শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৬:০১

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় রফিকুল ইসলাম (৪৬) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ঠাকুরগাঁও হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে। 

আরও পড়ুন: কুমিল্লা জেলা আওয়ামী লীগ নেতা রোশন আলীর বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ 

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালে হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে রফিকুল একই উপজেলার ভবানন্দপুর গ্রামের আমিরুল ইসলামের স্বামী পরিত্যক্তা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের বাসায় একাধিকবার ধর্ষণ করে। কিছুদিন পরে সে ৭ মাসের অন্তঃসত্ত্বা হলে রফিকুল বিয়ের শর্ত ভঙ্গ করে। এরপর ২০০৭ সালের নভেম্বরের ২৯ তারিখে ওই অন্তঃসত্ত্বা বাদী হয়ে হরিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে এ মামলার রায় হয় বিচারিক আদালতে।

ইত্তেফাক/এএএম