মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তালায় সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০৯:৪২

সাতক্ষীরার তালায় চন্দ্র শেখর সরকার (২২) নামের এক সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাগুরা গ্রামের নিমাই সরকারের পুত্র। শনিবার (৩১ অক্টোবর) ভোর রাতের দিকে বাড়ির পাশে এসডিএফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) সমিতির ঘরের বারান্দার খুঁটির সাথে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

চন্দ্র শেখর সরকার কক্সবাজার এলাকায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। শনিবার সকালে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

নিহতের স্বজনরা জানান, চন্দ্র শেখর সরকার বাংলাদেশ সেনাবাহিনীতে কক্সবাজার এলাকায় কর্মরত ছিল। কিছুদিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। কোন কারণে সে বিষণ্ণতায় ভুগছিল। শুক্রবারের রাতের কোন এক সময় বাড়ি পাশে এসডিএফ সমিতির বারান্দায় গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করছে বলে তাদের ধারণা। তবে কি কারণে এমন ঘটনা ঘটালো সেটি তাদের জানা নেই।  

তবে প্রতিবেশীরা জানান, চন্দ্র শেখর সরকার এখনও বিয়ে করেননি। সম্প্রতি ছুটিতে বাড়ি আসার পর বিয়ে-সাদী নিয়ে পরিবারের সাথে তার মনোমালিন্য চলছিল। এ কারণে বেশ কদিন হতাশায় ভুগছিলেন তিনি। 
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহদেী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/এমআর