শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাগেশ্বরীতে গঙ্গাধর নদীর পাড় ধ্বসে পল্লীবিদ্যুতের ফোরম্যানের মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০২:০০

নাগেশ্বরীতে গঙ্গাধর নদীর পাড় ধ্বসে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রলি চাপায় পল্লীবিদুত্যের একজন ফোরম্যান মারা গেছেন। মৃত রাজু মিয়া (৩২) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোম গ্রামের ফুলমাহমুদের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ নভেম্বর রাজু তার সহকর্মীদের সাথে নৌকায় বিদ্যুতের খুঁটি নিয়ে গঙ্গাধর নদী পাড়ি দিয়ে নারায়ণপুর ইউনিয়নের বালারহাট এলাকায় তীরে পৌছায়। সেগুলো পরিবহনের জন্য সেখানে আগে থেকে দাঁড়িয়ে ছিল একটি ট্রলি। রাজুসহ অন্যরা নৌকা থেকে তা ওই পরিবহনে তুলে দিচ্ছিলেন। এক সময় পাড় ধ্বসে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রলি তার উপরে পড়ে তাকে চাপা দেয়। সেখানেই তার মৃত্যু হয়। 

কচাকাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম এর সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/কেকে