শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৭:৪৪

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বুধবার (২৫ নভেম্বর) ট্রলার টেম্পু উল্টে মো. হাসান হাওলাদার (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ঐ কলেজছাত্র পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চেঁচরি গ্রামের জুয়েল আহম্মেদ হাওলাদারের ছেলে। সে ঢাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, ওই কলেজছাত্র বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মাকে নিয়ে ভাণ্ডারিয়ায় উপজেলার নানা বাড়ি থেকে নিজ বাড়ির দিকে কৈখালী হয়ে যাচ্ছিলো। এ সময় ভাণ্ডারিয়া-বানাই সড়কের পৌর শহরের কানুয়া সরকারি পুকুরের কাছে পৌঁছালে ট্রলার টেম্পু হঠাৎ উল্টে চাপা পড়ে ঐ কলেজছাত্র নিহত হয়। এক তরুণ রক্তাক্ত অবস্থায় পরে থাকার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে ভাণ্ডারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আজম তার মৃত্যু ঘোষণা করেন। 

আরো পড়ুন: ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় সজনকে অভিনন্দন  

তিনি আরো জানান, ঐ কলেজছাত্রকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। 

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ট্রলার টেম্পুটি থানা হেফাজতে আছে।

ইত্তেফাক/এএএম