ভাণ্ডারিয়ায় দুঃস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

ভাণ্ডারিয়ায় সামাজিক উন্নয়ন মূলক দুস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ। ছবি: ইত্তেফাক
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা১৩:১০, ২৭ নভেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৫ মিনিট
ভাণ্ডারিয়ায় দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ভাণ্ডারিয়া পৌরসভায় জেপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়ন মূলক দুস্থ কল্যাণ সংস্থার (ডিকেএস) উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগ বাংলো প্রাঙ্গণে শীতবস্ত্রগুলো বিতরণ করেন জাতীয় পার্টির (জেপি) ভা-ারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।
আরও পড়ুন: রাণীনগরে প্রধানমন্ত্রীর পাকা ঘর পাইয়ে দিতে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
এসময় উপস্থিত ছিলে পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার, সংস্থার পক্ষে আতিকুজ্জামান খোকন, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, মো. কবির হাওলাদার প্রমুখ।
ইত্তেফাক/এসি