শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলা শুরু

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৭:১৩

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলার উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও বগুড়া লেখক চক্র পুরস্কার প্রাপ্ত কবি অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। 

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কবি-কুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক ও উদ্বোধক এর সহধর্মিণী রুখসানা পারভীন লীনা।

কবি সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, ইয়ুথ কেয়ারের  সভাপতি আতিকুর রহমান মিঠু এবং নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক নাট্যব্যক্তিত্ব খলিলুর রহমান চৌধুরী। উদ্বোধক ফিতা কেটে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এর আগে জেলা পরিষদ মিলনায়তনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। 


ইত্তেফাক/এমএএম