শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৫ দফা বাস্তবায়নের দাবিতে চিনিকল শ্রমিক ও আখচাষীদের মানববন্ধন

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১২:৫৬

 শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধসহ ৫ দফা দাবি বাস্তবায়নে ফরিদপুরের  মধুখালী উপজেলায় মানববন্ধন করেছেন  চিনিকল শ্রমিক ও আখচাষীরা।  কেন্দ্রীয় আখচাষী ফেডারেশন ও কেন্দ্রিয় শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক  শনিবার ( ২৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আখচাষী কল্যাণ সংস্থা ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

চিনিকল শ্রমজীবী ইউনিয়ন এবং আখচাষী কল্যান সংস্থার যৌথ আয়োজনে আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের  সঞ্চলনায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু,  প্রমুখ।

বক্তারা ৫ দফা দাবি মেনে নিয়ে চিনিকলগুলো সচল রাখার আহবান জানান। অন্যথায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। 

ইত্তেফাক/এআর