শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হালদার জীব-বৈচিত্র্য রক্ষার অভিযানে ইট ভাটাকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০১:২২

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীব-বৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা করেছেন ভ্রম্যমাণ আদালত। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২ টা হতে বেলা ২ টা পর্যন্ত চট্টগ্রামের রাউজানের হালদায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

অভিযানে উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল এলাকায় হালদা নদী সংলগ্ন শান্তি ইট ভাটাকে নদী হতে মাটি উত্তোলনের দায়ে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরো পড়ুন: ভারতের নতুন কৃষি বিলে কৃষকদের সমর্থন

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ দৈনিক ইত্তেফাকে জানান, হালদা নদী থেকে মাটি উত্তোলন করে ইট প্রস্তুতের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় শান্তি ইট ভাটার মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। 

হালদার মা মাছ, ডলফিন, জীব-বৈচিত্র্য তথা হালদাকে রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম