শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকার  

মেডিকেল রিপোর্ট পেলেই আটক শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৯:২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো. মিনহাজুর রহমান জেল হাজতে রয়েছে। বলাৎকারের বিষয়ে মেডিকেল রিপোর্ট হাতে পেলেই তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। বর্তমানে ওই ছাত্র বাড়িতেই অবস্থান করছে।   

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার জামিয়াতুল ইমান মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়াশুনা করত ওই ছাত্র। গত ২ নভেম্বর মাদ্রাসার শিক্ষক মিনহাজুর রহমান ওই ছাত্রকে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে গত ৭ নভেম্বর ছাত্রের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক মিনহাজুর এরপর থেকে জেল হাজতে রয়েছে। তার বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ থানার কোনাগ্রাম এলাকায়। তার পিতার নাম মজিবুর রহমান। 

আরো পড়ুন : খেলার মাঠেই অজি তরুণীকে ভারতীয় তরুণের বিয়ের প্রস্তাব

ওই ছাত্রের বাবা জানান, লজ্জায় ওই মাদ্রাসাকে থেকে ছেলেকে নিয়ে এসেছি। বর্তমানে সে বাসায় অবস্থান করছে। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই গৌতম তেওয়ারি জানান, মেডিক্যাল রিপোর্ট হাতে আসলেই চার্জশিট দেওয়া হবে। তবে মিনহাজুরের পিতা মুজিবর রহমান জানান, তার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।


ইত্তেফাক/ইউবি