মির্জাপুরে ১০ কি. মি. রাস্তায় ভাঙ্গন বিপাকে এলাকাবাসী

মির্জাপুরে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বেড়ি বাঁধারে ১০ কি. মি. রাস্তায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। বন্যার কারণে ভাঙ্গন তীব্র আকার ধারণ করছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডি অফিস সূত্র।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর-পাথরঘাটা-হাঁটুভাঙ্গা রাস্তার দুই পাশ ভাঙ্গন কবলিত হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে চরম বিপাকে পরেছেন এলাকাবাসী। বন্যায় রাস্তা ভেঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন।
লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের অধীনে হাঁটুভাঙ্গা থেকে পাথরঘাটা পর্যন্ত প্রায় ১০ কি. মি. বেড়ি বাঁধ রয়েছে। ৭-৮ বছর ধরে বর্ষা মৌসুম এলেই বংশাই নদীর ভাঙ্গনে বেড়ি বাঁধটি হুমকির মুখে পরে। চলতি বছরের দীর্ঘ বন্যায়, বেড়ি বাঁধের ফিরিঙ্গিপাড়া, ত্রিমোহন, রামপুর ও পাথরঘাটা এলাকায় রাস্তা ভেঙ্গে ব্যাপক ক্ষতিগ্রস্থ্য হয়েছে।
আরো পড়ুন: কিশোরগঞ্জে স্কুলছাত্র হত্যা: মেয়ের মৃত্যুদণ্ড, মায়ের যাবজ্জীবন
তিনি আরো বলেন,বিষয়টি স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডকে অবগত করলেও বেড়ি বাঁধ রক্ষনাবেক্ষন এবং ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কার না করায় যোগাযোগের ক্ষেত্রে চরম বিপাকে পরেছেন এলাকার সাধারণ জনগণ। এছাড়া দিন দিন নদী ভাঙ্গনে সর্বস্বান্ত হচ্ছেন এলাকার লোকজন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, বংশাই নদীর বিভিন্ন এলাকায় ভাঙ্গনে বেড়ি বাঁধ এলাকায় বেশ কিছু রাস্তার ক্ষতি হয়েছে। এছাড়া নদী ভাঙ্গনে বাড়িঘর হারিয়ে ক্ষতিগ্রস্থ্য হয়েছে অনেক পরিবার। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে তি বলেন, অর্থ বরাদ্ধ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্ধ পেলে যথাযথ ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এএইচপি