শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেরপুরে সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২২:৩৫

বগুড়ার শেরপুরে প্রায় সাড়ে চার হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থ বছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। মঙ্গলবার শেরপুর উপজেলা মিলনায়তনে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন শেরপুর-ধুনট এলাকার সংসদ সদস্য মো. হাবিবর রহমান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রম উপলক্ষে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শেরপুর পৌরসভার মেয়র মো. আব্দুস সাত্তার, ধুনট পৌরসভার মেয়র জিএম বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ্জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। 

আরও পড়ুন: বন্ধ হতে চলেছে পাবনা সুগার মিলসহ ৬ চিনিকল!

শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিবর্গ কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করেন। 

ইত্তেফাক/এসি