বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জুড়ীতে টিলা কাটায় দু’জনকে ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১১:৩৭

মৌলভীবাজারের জুড়ীতে টিলা কাটার অপরাধে দুইজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। 

জানা গেছে, উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই এলাকার বাসিন্দা মামুন আহমদ ও আনোয়ারা বেগম তাদের মালিকানাধীন পৃথক দুটি টিলা শ্রমিক দিয়ে কাটছিলেন। এরকম অভিযোগের ভিত্তিতে ঐ দুই ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে টিলা কাটার সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। পরে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করে তা আদায় করেন।

আরো পড়ুন: বিএনপির অর্ধশত নেতাকর্মীর জামিন বহাল

উপজেলা সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, তাদের দুইজনকে পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা প্রদান করে তা আদায় করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এএএম