বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:৫৪

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার  বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকায় এ সদক দুর্ঘটনা ঘটে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাসমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী এবং একজন শিশু রয়েছে। 

নিহতরা হলেন- একই পরিবারের হরেকৃষ্ণ বাদ্যকার (৫৫), তার ছেলে গোবিন্দ বাদ্যকার (২৮), গোবিন্দর স্ত্রী ববিতা বাদ্যকার (২৫), মেয়ে রাধে বাদ্যকার (৪), কাকি খুশি বাদ্যকার (৫২) ও কাকাতো ভাই রাম প্রসাদ বাদ্যকার (৩০)। এছাড়া সিএনজি চালক জামাল শেখ (৩০)। নিহতদের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা গ্রামে।

আরো পড়ুন : উন্নয়ন দেখে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের

ওসি হাসমত উল্লাহ বলেন, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ছয় এবং হাসপাতালে একজন মারা যান।নিহতদের মধ্যে ছয়জন একই পরিবারের। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের চাষাবাদড়া বাদ্যকর এলাকায়। নিহত অন্যজন অটোরিকশাচালক। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

 

ইত্তেফাক/ইউবি/এসি