শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চাঁদাবাজি মামলায় জাপা যুগ্ম-মহাসচিব কারাগারে

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৩:২৪

সীতাকুণ্ডে চাঁদবাজির মামলায় জাপার (এরশাদ) কেন্দ্রিয় যুগ্ম-মহাসচিবকে কারাগারে পাঠিয়েছে আদালত। একটি কোম্পানির কাছে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হয় গত বছর।

জানা যায়, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির (চট্টগ্রাম, সীতাকুণ্ড) আদালতে জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রিয় যুগ্ম-মহাসচিব দিদারুল আলম চাঁদাবাজি মামলায় জামিন নিতে যায়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

আরো পড়ুন: শিক্ষার লক্ষ্য হবে পূর্ণাঙ্গ মানুষ গড়া: আতিউর রহমান

উল্লেখ্য, ৪নং বাড়বকুণ্ড ইউনিয়নে অবস্থিত ক্যাপিটাল পেট্রোলিয়াম গ্যাস কোম্পানির কাছে জাপা কেন্দ্রিয় যুগ্ম-মহাসচিব দিদার চাঁদা দাবি করে কাজে বাঁধা দেয়। এতে কোম্পানীর কর্তৃপক্ষ চট্টগ্রাম এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অদালতে গত ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে (মামলা নং-৪১৪/১৮)। আদালত গত ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে দিদারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।

ইত্তেফাক/অনি/নূহু