মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (১৮) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় এনামুল হক নামের আরো একজন আহত হয়েছেন। শুক্রবার রাতে মহাজনপুর-গোপালপুর সড়ক হয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে শনিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানার মৃত্যু হয়।
নিহত সোহেল রানা মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং পিরোজপুর গ্রামের রাজা মিয়ার ছেলে।
পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান প্রতিক জানান, গত শুক্রবার রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মেহেরপুরের মহাজনপুর-গোপালপুর সড়কের গোপালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাচীরের সাথে ধাক্কা লাগে। এসময় সোহেল রানা ও আরেক ছাত্রলীগ কর্মী পিরোজপুর গ্রামের আসান আলীর ছেলে এনামুল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/বিএএফ