শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চরম ঝুঁকিতে ঈশ্বরদী জংশনের ফুটওভার ব্রিজ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৯:০০

চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ফুটওভার ব্রিজ। যাত্রীদের চলাচল এড়াতে ব্রিজের কয়েকটি স্থানে লাল কাপড় টাঙিয়ে দেওয়া হয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন পথচারী ও যাত্রীরা।

ব্রিটিশ আমলে নির্মিত এই ফুটওভার ব্রিজ নির্মাণের সময় কাঠের পাটাতন ব্যবহার করা হয়। স্বাধীনতার পর আশির দশকে কাঠের পাটাতন পরিবর্তন করে কনক্রিটের পাটাতন সংস্থাপন করা হয়। এই কংক্রিটের পাটাতন দীর্ঘদিন সংস্কার না করায় সিঁড়িসহ অনেক স্থান ভেঙে গেছে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।  

এদিকে প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে আন্তঃনগর ট্রেনসহ প্রায় ৩০টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এখানে প্রতিটি ট্রেনই থামে। স্থানীয় পথচারীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দুইপারে চলাচলে এই ফুটওভার ব্রিজ গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন: ফরিদপুরের সেফহোম থেকে পালানো সাত কিশোরীর একজন উদ্ধার

রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী (ডিইএন-২) আব্দুর রহিম বলেন, সংস্কার নয়, নতুন করে ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রেলওয়ের নিজস্ব অর্থায়নে নতুন ব্রিজ নির্মাণ হবে। এজন্য টেন্ডারও হয়ে গেছে। অল্পদিনের মধ্যেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। 

ইত্তেফাক/এসি