শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২৩:২৯

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভাঙচুরের প্রতিবাদে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। 

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

আরো পড়ুনঃ ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুচ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ১৯৭১ সালের রাজাকারদের হুশিয়ারি করে বলেন এ দেশে রাজাকারদের কোন ঠাই নাই। ৭১ এর ঘাতক দালাল এ দেশে থাকতে পারবে না। তাদের এই মুহূর্তে বঙ্গবন্ধুর এ দেশ ছাড়তে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

ইত্তেফাক/এমএএম