শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণে গ্রেফতার ৭

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৬:০৮

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার ওই গৃহবধূর মা বাদি হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেফতার করে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কাপাসিয়া উপজেলার তরগাঁও পূর্ব পাড়া গ্রামের মো. মোস্তফা বেপারীর ছেলে রোমান বেপারী (২০), তরগাঁও এলাকার মো. মহসিন বেপারীর ছেলে মো. জুবায়ের বেপারী (২০), একই এলাকার মফিজ সরদারের ছেলে মো. মোরসালিন সরদার (২১), তরগাঁও এলাকার এহসান বেপারীর ছেলে মো. সাহাবুল হোসেন সাকিব (২২), তরগাঁও বোয়ালের টেক এলাকার মৃত শফুর উদ্দিনের ছেলে মাসুম শেখ (২১), একই এলাকার শামসুল হক ভূঁইয়ার ছেলে রাকিব হোসেন (২০) ও এলাকার বাদল মোড়লের ছেলে মাহফুজুল এবং এ মামলার মূল অভিযুক্ত উপজেলার করিহাতা ইউনিয়নের চর খামের গ্রামের আইন উদ্দিনের ছেলে সাখাওয়াত হোসেন (২৮)।

কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, ওই গৃহবধূ নরসিংদী জেলার মনোহরদী এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করেন। অভিযুক্ত সাখাওয়াত হোসেনের সঙ্গে তার মোবাইল ফোনে কথাবার্তা হতো। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় সাখাওয়াত উক্ত গৃহবধূকে প্রলোভনে তরগাও এর নবীপুর নর্দারটেক নিয়ে যায়। সেখানে আসামিদের মধ্যে সাখাওয়াতসহ চারজন তাকে ধর্ষণ করে। অন্যরা এ কাজে সহায়তা করে। পরে আসামিরা গৃহবধূকে আটকে রেখে মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ওই গৃহবধূর মা থানায় ঘটনাটি জানায়। 

ইত্তেফাক/এসি