শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাংনীর ভরাট প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:০৭

গাংনীর ১০নং ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। মাত্র ৩ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা। বিদ্যালয়ে অবকাঠামোগত সমস্যা না থাকলেও শিক্ষক স্বল্পতার কারণে গুণগত ও মানসম্মত শিক্ষাদান করা সম্ভব হয়ে উঠছে না বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক ফারুক আহমেদ জানান, ‘উপজেলার অজ পাড়া-গাঁয়ের মধ্যে অবস্থিত হলেও পরিচালনা পর্ষদ, শিক্ষক মণ্ডলী ও অভিভাবকদের আন্তরিকতার কারণে অত্র বিদ্যালয়ের লেখাপড়ার মান ভাল। ২শ’ ৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করে। এ বছর পিএসসি পরীক্ষায় ১৪ জন অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ে মাত্র ৪ জন শিক্ষক নিয়োগপ্রাপ্ত রয়েছেন। এরমধ্যে একজন শিক্ষক প্রশিক্ষণে (পিটিআই) রয়েছেন। বর্তমানে মাত্র ৩ জন (একজন মহিলা) শিক্ষক দিয়ে কষ্ট করে পাঠদান করতে আমাদের খুব কষ্ট করতে হয়। ৩ জন শিক্ষক দিয়ে ২ শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করানো কষ্টসাধ্য। আমরা বার বার শিক্ষা অফিসে শিক্ষক নিয়োগে আবেদন নিবেদন করেও কাজ হয়নি।’

আরো পড়ুন: বিশ টাকার প্রলোভন দেখিয়ে শিশু হত্যা: ঘাতকের স্বীকারোক্তি

অভিভাবকরা বলেন, উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ৫০-৬০ জন শিক্ষার্থীর বিপরীতে ১০-১১ জন শিক্ষক দায়িত্বে রয়েছেন। অথচ ভরাট সরকারি বিদ্যালয়ে ৩ জন শিক্ষক দিয়ে পাঠদান করানো হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এহসানুল হাবীব জানান, ‘আমাদের শিক্ষক স্বল্পতা রয়েছে। শিগগিরই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’

ইত্তেফাক/বিএএফ