শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তিস্তার চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে পণ্য পরিবহন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১০:০০

গঙ্গাচড়ায় তিস্তার দুর্গম চরাঞ্চলে পণ্য ও মালামাল পরিবহনে ব্যবহার করা হচ্ছে ঘোড়ার গাড়ি। শুষ্ক মৌসুমে তিস্তার এ অংশে পাঁচ-ছয় কিলোমিটার এলাকায় চর পড়ে। বালুময় এ পথে অন্য কোনো গাড়ি চলাচল করতে না পারায় স্থানীয়রা ঘোড়ার গাড়ি দিয়ে পণ্য পরিবহন করেন। 

চর ছালাপাক গ্রামের রফিকুল ইসলাম জানান, চর থেকে এক বস্তা (৬০ কেজি) আলু রাস্তায় আনতে খরচ নেয় ৩০ টাকা। ঘোড়ার গাড়ির মালিক আনোয়ার জানান, ঘোড়ার গাড়ি তৈরি করতে ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়।প্রতিদিন গড়ে ৩০০-৪০০ টাকা আয় হয়।

ইত্তেফাক/কেকে