শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুড়িগ্রামে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৩:৩১

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহে গত দুইদিন ধরে সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার (১৩ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় দিনভর ঘন-কুয়াশার চাদরে প্রকৃতি ঢেকে থাকায় সন্ধ্যা নামার সাথে সাথে টিপ টিপ বৃষ্টির মতো কুয়াশা পড়ায় বাড়ছে ঠান্ডার প্রকোপ।

এই পরিস্থিতিতে গরম কাপড়ের স্বল্পতায় চরম দুর্ভোগে পড়েছেন কুড়িগ্রামের নদ-নদী অববাহিকার ৪ শতাধিক চরাঞ্চলে বসবাসকারী হতদরিদ্র মানুষজন। সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও অনেকের ভাগ্যে মিলছে না।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীত বেড়েছে। বুধবার এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াস। আরো তিন চার দিন বিরাজ করতে পারে বলো জানান তিনি।

ইত্তেফাক/এমআর