শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটি, বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৪:৪৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাটে একটি ট্রান্সফরমারের যান্ত্রিক ত্রুটির কারণে ৭টি বাড়ি বিদ্যুতায়িত হয়েছে। এ ঘটনায় জয়েন উদ্দিন মণ্ডল (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার জয়মনিরহাটে বড় খাটামারী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাতে শর্ট সার্কিটের মাধ্যমে একটি ট্রান্সফরমারে আগুন লাগে এবং ট্রান্সফরমারের সাথে সংযুক্ত ৭টি বাড়ি বিদ্যুতায়িত হয়। এ সময় মর্জিনা নামের এক নারীর বাড়িতে আগুন লাগে। তার চিৎকার শুনে বৃদ্ধ জয়েন উদ্দিন ঘর থেকে বের হওয়ার সময় ঘরের টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুতের ডিজিএম কাওছার আলী জানান, শর্ট সার্কিটের মাধ্যমে এলাকাটি বিদ্যুতায়িত হওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান জানান, এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআর