শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হেমায়েতপুরে সেতুতে ফাটল, ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১২:২৬

সাভারের হেমায়েতপুরের সালেহপুর সেতুতে ফাটল দেখা দিয়েছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেতুতে ফাটলের কারণে গতকাল বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী ও মানিকগঞ্জগামী দুটি লেনেই দীর্ঘ যানজট দেখা দেয়।

রাত ১০ টার দিকে ঢাকাগামী লেনে হেমায়েতপুর থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত ছয় কিলোমিটার ও আরিচাগামী লেনে সালেহপুর থেকে শ্যামলী পর্যন্ত ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

তবে আজ বৃহস্পতিবার ভোরে ওই মহাসড়কে চার কিলোমিটার যানজট রয়েছে।  এতে দুর্ভোগে পড়েন জনসাধারণ।

তবে বৃহস্পতিবার সকালে যানজট কিছুটা কমে এসেছে উল্লেখ করে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সবুর খান বলেন, দুপুর থেকেই সালেহপুর সেতুর ফাটল দেখা গেছে। পরে নিরাপত্তার জন্য আরিচামুখী লেন দিয়ে সব পরিবহন পারাপার করানো হচ্ছে।  তবে এতে বহু গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

যানজট নিরসন করে যানচলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা। 

ইত্তেফাক/এএএম