শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৩:৪০

নওগাঁর বদলগাছীতে ঘন কুয়াশা আর ঠান্ডার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে দিন-রাত কুয়াশার চাদরে ঢাকা থাকায় ঠান্ডার কারণে ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে।

শীতের শুরু থেকেই অনেক বেশী ঠান্ডা থাকায় খেটে খাওয়া মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ঠাণ্ডাজনিত কারণে হাসপাতালে রুগীর সংখ্যা বেড়েছে। উপজেলা সদর ইউপির গোরশাহী গ্রামের আবুল হোসেন, খালেক জানান, আমাদের এই এলাকায় অনেক বেশী শীত পড়েছে। মানুষের পাশাপাশি গবাদি পশুরাও কষ্টে রয়েছে প্রতিটি কৃষকের বাড়ী ৬ থেকে ১০টি গরু আছে ঠান্ডার করণে গরুর কোন অসুখ-বিসুখ যেন না হয় এজন্য যতদূর সম্ভব সাবধানে রাখার চেষ্টা করছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  অফিসার ডা. কানিস ফারহানা জানান, কয়েক দিন ধরে ঠান্ডা জনিত রুগী বেশী আসছে। আমরা তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি।

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, এবছর সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। আজ ১৬/০১/২১ তাপ মাত্রা ৯ডিগ্রী সেলসিয়াস তিনি আরও বলেন আগামী কয়েক দিন থাকবে।

ইত্তেফাক/এমআর