পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা। ছবি: গুগল ম্যাপস
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা১৬:০৫, ১৬ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
পাবনার ফরিদপুরে চরমপন্থী দলের নেতা আলমাসকে শনিবার কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষরা।
এলাকাবাসী জানায়, উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেরখাদা গ্রামের আবু হোসেনের ছেলে ও চরমপন্থী নেতা আলমাসকে দুপুরে পাবনার ফরিদপুর উপজেলার হাদল এলাকার পারঘাট নামক স্থানে প্রতিপক্ষরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায়। আলমাস চাঞ্চল্যকর দুইটি হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে সাঁথিয়া ও ফরিদপুর থানায় একাধিক মামলা রয়েছে। সে চরমপন্থি দলের সক্রিয় সদস্য।
এদিকে আলমাসের হত্যার সংবাদ পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জেডএইচ