শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বছরে ৩১২ দিন বন্ধ থাকে সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৭:১৯

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা উপস্বাস্থ্য কেন্দ্র বছরে ৩১২ দিন বন্ধ থাকে।  ফলে বগারচর ইউনিয়নের প্রায় ৫০ হাজার লোকের চিকিৎসা সেবার বিঘ্ন ঘটছে। 

বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের লোক সংখ্যা প্রায় ৫০ হাজার।  এই এলাকার সাধারণ মানুষের চিকিৎসার কল্যাণে সরকার সারমারা উপস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন।  জনবল সংকটের কারণে সারমারা উপস্বাস্থ্য কেন্দ্র একটানা ৯ মাস বন্ধ ছিলো।  ২ মাস আগে চিকিৎসা সেবা চালু হয়েছে।  বর্তমানে সপ্তাহে ১ দিন চিকিৎসা সেবা দেওয়া হয়।  প্রতি শনিবার একজন ডাক্তার বসেন সারমারা উপস্বাস্থ্য কেন্দ্রে।  ওই হিসেবে সারমারা উপস্বাস্থ্য কেন্দ্র বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রতিসপ্তাহে ১ দিন করে বছরে ৫২ দিন খোলা থাকে সারমারা উপ-স্বাস্থ্য কেন্দ্র।  বছরে বন্ধ থাকে ৩১২ দিন। 

সারমারা উপস্বাস্থ্য বন্ধ থাকার কারণে স্থানীয় লোকজন স্বাস্থ্য কেন্দ্রে সরকারি পাকা ভবনগুলো গুদাম ঘর হিসেবে ব্যবহার করছে।  উপস্বাস্থ্য কেন্দ্রে সামনের অংশ বেদখল হয়ে গেছে।  সামনের অংশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় স্বাস্থ্য কেন্দ্র অবরুদ্ধ হয়ে পড়েছে।  স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে মলমূত্রে ভরে গেছে।  ফলে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে স্বাস্থ্য কেন্দ্র এলাকায়।  

আরও পড়ুন: শুকনা বীজতলা পদ্ধতিতে ঠাকুরগাঁওয়ে কৃষকের স্বস্তি

এ ব্যাপারে বগারচর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু জানান, বগারচর ইউনিয়নের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র সারমারা উপস্বাস্থ্য কেন্দ্র।  সারমারা উপস্বাস্থ্য কেন্দ্রটি নিয়মিত খোলা না থাকায় গ্রামীণ জনপথের সাধারণ মানুষের চিকিৎসা সেবার চরম বিঘ্ন ঘটছে। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পেয়েছে।  হয়রানির শিকার হচ্ছে রোগীরা। 

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, জনবল সংকট থাকার কারণে সারমারা উপস্বাস্থ্য কেন্দ্র চালু রাখা সম্ভব হচ্ছে না।  তার পরেও জনসাধারণের কথা চিন্তা করেই সপ্তাহে একদিন চিকিৎসা সেবার সু-ব্যবস্থা করা হয়েছে।  জনবল সমস্যার সমাধান হলেই নিয়মিত চিকিৎসা সেবার পরিবেশ তৈরি হবে। 


ইত্তেফাক/এমএএম