বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তালায় ৮৫ বছরের বৃদ্ধার করোনা জয়

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৪:১৯

সাতক্ষীরার তালায় করোনা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ৮৫ বছরের বৃদ্ধা বেলা রাণী রায়। তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সুধীর কুমার রায়ের স্ত্রী।

করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপিট্যাল থেকে বাড়ি ফিরেছেন বেলা রাণী রায়। মনের জোরেই এই বৃদ্ধা করোনা জয় করেছেন বলে মত হাসপাতালের চিকিৎসক ও নার্সদের।

বেলা রাণীর ছেলে সত্যজিৎ রায় জানান, গত ২৬ ডিসেম্বর তার মা অসুস্থ হয়ে পড়লে এয়ার অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়। ঢাকার মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল থেকে কোভিড স্যাম্পল কালেকশন এবং পরীক্ষা করে জানা যায় তিনি কোভিড পজেটিভ। পরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: দেশে পৌঁছালো ২০ লাখ ডোজ করোনা টিকা 

সত্যজিৎ রায় আরও জানান, তার মায়ের জন্য ৭০ লিটার অক্সিজেন ব্যবহার করা হয়েছে। এমন বয়সে এই ক্রিটিক্যাল অবস্থা থেকে ফিরে আসাটা সৌভাগ্য নয়, আশীর্বাদও বটেই। বর্তমানে বেলা রাণী রায় পুরোপুরি সুস্থ বলে জানান তার পুত্র।

ইত্তেফাক/এমআর