শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি, চারজনের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২০:০৩

কক্সবাজারস্থ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় চারজনের মৃতদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

শনিবার ভোরে সেন্টমার্টিনের ৩৫ নটিক্যাল মাইল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: বরযাত্রীসহ ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের লাশ উদ্ধার

বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ-পূর্বজোনের মিডিয়া উইংয়ের প্রধান লে. রউফ জানান, ভোর ৫টার দিকে সেন্টমার্টিনের ৩৫ নটিক্যাল মাইল অদূরে ২৬ জন মাঝিমাল্লাসহ মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে সেন্টমার্টিন কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টিম অভিযান চালিয়ে চারজনের মৃতদেহ, ১৩ জনকে উদ্ধার করে। এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন। 

আরও পড়ুন: রামগতির মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ ১

এই রিপোর্ট লেখা পর্যন্ত নৌবাহিনীর শ্যামল বাংলা জাহাজটি নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে জানান সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আরিফুজ্জামান রনী।   


ইত্তেফাক/ইউবি