শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো লাশ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৯:০৩

ঢাকার দোহারে শেখ মফজেল (৪৭) নামে একব্যক্তি মৃত্যুর পাঁচ মাস পর আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের উপস্থিতিতে ইউসুফপুর খানবাড়ি কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। শেখ মফজেল দোহার পৌরসভার ইউসুফপুর এলাকার শেখ গহের আলীর ছেলে ছিলো। 

আরও পড়ুন: শাহেদ হত্যা মামলা, দুইজনের ফাঁসি

জানা যায়, গত প্রায় ৬ মাস আগে ঐ এলাকার হোসেন সরকার গংদের সাথে বিবাদে আহত হয় শেখ মফজেল। ঘটনার এক মাস পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম বাদি হয়ে ৭ জনের নামে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

দোহার থানার উপ-পরিদর্শক আলনুর তারেক জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়।


ইত্তেফাক/এমএএম