হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আজ

হিলি স্থলবন্দর। ছবি: সংগৃহীত
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা১২:৩৬, ২১ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৬ মিনিট
আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। দুই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ ২১ ফেব্রুয়ারি উপলক্ষে জাতি ১৯৫২ সালে ভাষার জন্য আত্মদানকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করছে। ফলে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে আজ সকাল থেকে বন্দর দিয়ে সকল কার্যক্রমসহ পণ্য আনা-নেওয়া বন্ধ রয়েছে।
তবে আগামীকাল সোমবার থেকে বন্দর দিয়ে সব ধরনের কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম