শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট থেকে এ স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
রাজধানীর কাকরাইল আইডিবি ভবনে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে স্বর্ণ আটকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।
তিনি জানান, জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে শুল্ক কর্মকর্তারা বিমানটি অবতরণের পর তল্লাশি চালান। যাত্রী আসনের ওপরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্যানেলে তল্লাশি চালিয়ে ১৫০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ১০ কোটি টাকা বলে জানান তিনি। এ চোরাচালানির সাথে কারা সম্পৃক্ত সেটি খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা যায়নি’।
ইত্তেফাক/এএএম