চাঁদপুরে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত
শাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা১৭:৫৮, ২২ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৬ মিনিট
নিখোঁজের তিন দিন পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সেলিম মিয়ার বড় ছেলে বাপ্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২২ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া সোলেমান বেপারী বাড়ির পুকুর থেকে বাপ্পীর মৃতদেহ উদ্ধার করা হয়। বাপ্পীর স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে নয়টার পর বাপ্পী বাসা থেকে বের হয়ে পড়ে। তারপর সে জিয়ানগর এলাকায় যায়। সেখান থেকে তার মুঠোফোনটি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে পরদিন শনিবার সকালে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানা অফিসার ইন-চার্জ মোঃ আলমগীর হোসেন রনি ও তদন্ত কর্মকর্তা আব্দুর রশিদ।
ইত্তেফাক/এসসিএস