শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশালে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নবজাতক নিহত, আহত ৬

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫

বরিশাল-ঢাকা মহাসড়কের দোয়ারিকা সেতুর পার্শ্ববর্তী রামপট্টি নামক স্থানে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতক নিহত হয়েছে। 

এছাড়াও অ্যাম্বুলেন্সে থাকা ৬ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এদের মধ্যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার রেজাউলের দুই পা বিচ্ছিন্নসহ অন্যান্যদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার এসআই নাজমুল। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বরগুনা থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রসূতি জুই বেগম কন্যা সন্তানের জন্ম দেন। সোমবার নবজাতকের উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা কর্তৃপক্ষ ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। এসময় মা জুই বেগমসহ পরিবারের ৪ সদস্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে রামপট্টি নামক স্থানে মাহফিলগামী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ড্রাইভার- হেলপারসহ সকলেই আহত হয়। 

এদিকে দুর্ঘটনার পর ঐ এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে পুলিশের একটি টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 

ইত্তেফাক/এমএএম