বদলগাছীতে গাছে গাছে দুলছে সাজনার ফুল

নওগাঁর বদলগাছীতে শীতের প্রকোপ বর্তমানে অনেকটায় কমে যাওয়ায় গাছে গাছে থোকায় থোকায় দুলছে সাজনার ফুল। উপজেলা সদরসহ গ্রামের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে এই ফুল।
ভালো ফলনের স্বপ্ন দেখছেন স্থানীয় গাছ মালিক ও ব্যবসায়ীরা। উপজেলার বালুভরা, বিলাশবাড়ী, কোমারপুর, কোলালার পালশা এলাকা ঘুরে দেখা যায়, পতিত জমিতে ফসলি জমির আইলে, বাড়ীর আনাচে-কানাচে দেখা যাচ্ছে সাজনার অনেক গাছ।
জালালপুর গ্রামের মিজানুর রহমান বলেন, আমার আম বাগানের ধারদিয়ে ৮টি সাজনার গাছ রয়েছে। গাছ গুলোতে অনেক ফুল দেখা দিয়েছে আশা করছি ৪০ থেকে ৫০ মন সাজনা হবে। ডাঙ্গীসারা গ্রামের আসতুল আত্তাব আলী বলেন, আমরা ছোট যমুনা নদীর বাঁধের ধারে সরকারী জায়গায় কিছু সাজনার গাছ লাগিয়েছি। কারণ সাজনা ১ মাসের ফসল অতি তারাতারি শেষ হয়। সেখান থেখে আমরা কিছু বারতি আয় করতে পারি। এবার ভালো ফুল দেখা যাচ্ছে আশা করি ফলন ভাল হবে কয়েক দিন পরেই থেকে সাজনা ধরতে শুরু করবে।
উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান আলী বলেন, সাজনা মৌসুমী ফসল। বর্তমানে শীতের প্রকোপ অনেক কমে যাওয়ায় প্রতিটি গাছেই ভালো ফুল দেখা দিয়েছে। আশা করা যায় ফলনও ভাল হবে।
ইত্তেফাক/টিআর