শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চা বিক্রেতা থেকে কাউন্সিলর প্রার্থী 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪০

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে চা বিক্রেতা আব্দুল করিম কাউন্সিলর পদে প্রার্থী হয়ে তার ২৫ বছরের লালিত স্বপ্ন পূরণ করেছেন। তিনি নিজে অটোরিকশা চালিয়ে নিজেই মাইক দিয়ে ‘পানির বোতল’ প্রতীকের  নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

নান্দাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের  চন্ডীপাশা এলাকার বাসিন্দা আব্দুল করিম। ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে তিন মেয়ে রয়েছে তার। সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মার্কেটের সামনে তার চায়ের দোকান। 

কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম জানান, প্রতিবার নির্বাচনে প্রার্থী হবার স্বপ্ন দেখতাম। প্রতিটি নির্বাচনে কোনো না কোনো প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণার কাজ করেছি।  তবে এবার নিজেই প্রার্থী হয়ে আমার মনের আশা পুরণ করেছি। এ জন্যে টানা ১০ বছর ধরে কোনো দিন ২০ টাকা, কোনো দিন ৫০ টাকা করে জমিয়েছি। 

৬২ বছর বয়সী  আব্দুল করিম জানান, আমার ওয়ার্ডে মোট চারজন প্রার্থীর মধ্যে আমি মুরব্বী। লেখাপড়া না থাকলেও আমি মানুষের মর্যাদা ও সম্মানের গুরুত্ব  বুঝি। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে কাউন্সিলর পদে আমি নির্বাচিত হব আশাবাদী। বাকিটা একমাত্র আল্লাহ আর ভোটারদের ইচ্ছা।


ইত্তেফাক/এসসিএস