শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভাঙ্গা বাজারে সড়কের ওপর দোকান

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০৫:০১

ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাজারে সড়ক দখল করে দোকান বসানো হয়েছে। এতে পথচারীসহ এই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দেখা গেছে, ভাঙ্গা বাজারে সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন মালামাল বিক্রি এবং অপরিকল্পিতভাবে ট্রাক, পিকআপ, অটোবাইক, নসিমনসহ বিভিন্ন যানবাহন প্রবেশের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া বাজারও ময়লা-আবর্জনায় ভরে গেছে।

ভাঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী গোলাম কিবরিয়া বিশ্বাস বলেন, ‘নদীতে নৌকা চালাতে যেমন ভালো মাঝির প্রয়োজন হয়, ঠিক তেমনি এই আধুনিক যুগে এত বড় বাজার পরিচালনা করার ক্ষেত্রেও দক্ষ নেতার প্রয়োজন। দীর্ঘদিন ধরে ভাঙ্গা বাজার বণিক সমিতির কোনো নির্বাচন হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে অতি মুনাফালোভি কিছু ব্যবসায়ী বাজারের পরিবেশটা নষ্ট করছে। তাছাড়া বর্তমান বণিক সমিতির কর্মকর্তা ও ভাঙ্গা পৌরসভার মধ্যে কোনো সমন্বয় নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের ব্যবসায়ী বলেন, ‘লাখ লাখ টাকা জামানতসহ ২০-৩০ হাজার টাকা মাসিক ভাড়া দিয়ে ভাঙ্গা বাজারে ব্যবসা করে আসছি। সড়ক ও ফুটপাত দখলের কারণে ক্রেতাসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায় এখন ক্রেতাসাধারণ ভাঙ্গায় মার্কেট করতে আসতে অনিহা প্রকাশ করছে।’ এ বিষয়ে পৌর মেয়র আবু রেজা মো. ফয়েজ বলেন, ‘আমরা একটি নিয়ম করে দিয়েছিলাম বাজারে ট্রাকসহ ফুটপাতের বিষয়ে। অত্যন্ত দুঃখের বিষয়, নিয়মটি বণিক সমিতি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।’

বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি বলেন, ‘অনেক বড় বাজার হওয়ায় এখানে একটু বিশৃঙ্খলা হওয়াটাই স্বাভাবিক। বাজারের ভেতরে পেঁয়াজহাটা, পানহাটাসহ কাঁচামালের ব্যবসা রয়েছে। এদের যদি সরকারি জায়গায় স্থানান্তরিত করা যায়, তবে কিছুটা হলেও বাজারে যানজট কমবে।’ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন মিয়া বলেন, ‘আমরা ইতিপূর্বে একাধীকবার ফুটপাতের ব্যবসায়ীদের জরিমানা করেছি। তার পরেও সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং বাজারের পরিবেশ ক্রেতাসাধারণের জন্য অনুকূলে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/এএএম