শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাতির জন্য ডাব পাড়তে গিয়ে দাদার মৃত্যু

আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৭:০৮

চাঁদপুরের হাজীগঞ্জে নাতির জন্য ডাব পাড়তে গিয়ে দাদা দুলাল মল্লিক (৬৫) মৃত্যু। ঘটনাটি  ঘটেছে হাজীগঞ্জ ৬ নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী মল্লিক বাড়ীতে।

জানা যায়, বুধবার (৩-মার্চ) সকাল ১০টায় দাদা দুলাল মল্লিক  নাতির জন্য ডাব পাড়তে গাছে উঠে। ওই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তখন তিনি গাছে আটকে যান। বিষয়টি নাতি দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে তাকে স্থানীয়রা রশি দিয়ে নামিয়ে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী আহসান হাবীব জানান, সকাল দুলাল মল্লিক নাতির জন্য ডাব পাড়তে গাছে ওঠেন। গাছের চূড়ায় উঠে হঠাৎ করে তিনি নিস্তব্ধ হয়ে ডালের মধ্যে পড়ে থাকেন। নীচ থেকে তার নাতি দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসে। এর পর এক এক করে চারদিক থেকে লোকজন জড়ো হতে শুরু করে। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তবে এটা একটি স্বাভাবিক মৃত্যু। 


ইত্তেফাক/এনএ