শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রামুতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০২:১৭

কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (৩ মার্চ) রাত ৮টার দিকে রামুর রাবারবাগান এলাকায় ঘটনা ঘটে। 

দেলোয়ার হোসেন টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে।

চট্টগ্রামস্থ র‌্যাব-৭-এর কর্মকর্তা মেজর মুশফিক জানান, বুধবার ভোরে দেলোয়ার হোসেনকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে গ্রেফতার করা হয়। রাতে তাকে নিয়ে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ির রাবারবাগান এলাকায় অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারীরা গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পালাতে গিয়ে দেলোয়ারের গুলিবিদ্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চার লাখ পিস ইয়াবা, একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

রামু থানার ওসি আজমিরুজ্জামান জানান, র‌্যাব সদস্যরা বুধবার রাতে গুলিবিদ্ধ একটি মরদেহ থানায় হস্তান্তর করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি