বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভরণ পোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২০:৫৯

ভরণ-পোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক মা। রাজশাহীর বাঘা উপজেলায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

ভরণ পোষণ আইনে হাওয়া বেগম (৬৫) তার ছেলে মানিক উদ্দিনের (৩৫) বিরুদ্ধে বাঘা থানায় বৃহস্পতিবার (৪ মার্চ) অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত মানিককে আটক করেছে পুলিশ।


 
অভিযোগে জানা গেছে, উপজেলার চক বাউসা এলাকার প্রয়াত মোমিন উদ্দিনের স্ত্রী হাওয়া বেগম (৬৫) পনেরো বছর পূর্বে তার স্বামীকে হারিয়েছেন। স্বামী মৃত্যুর সময় দুই ছেলে এবং দুই মেয়েসহ ২ একর পয়েন্ট ৭৩ শতাংশ জমি রেখে যান। পরবর্তীতে মেয়েদের বিয়ে দেওয়া হয়। বর্তমানে এই জমি জোরপূর্বক ভোগ দখল করছেন তার বড় ছেলে মানিক।
 
মানিক ঐ সম্পত্তি তার মায়ের নিকট হতে লিখে নিতে চান। কিন্তু মা রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকালে মাকে মারধর করে মানিক। 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বৃদ্ধ পিতা মাতাকে দেখভাল না করে জোরপূর্বক জমি লিখে নিতে চাওয়াটা মারাত্মক অন্যায়। এ বিষয়ে ভরণ পোষণ আইনে বাঘা থানায় একটি মামলা নিয়ে আসামীকে আটক করা হয়েছে। 

ইত্তেফাক/এসসিএস