রংপুরে তামাকের গোডাউনে আগুন

প্রতীকী ছবি
ইত্তেফাক অনলাইন ডেস্ক২৩:৫৮, ০৭ মার্চ, ২০২১ | পাঠের সময় : ০.৩ মিনিট
রংপুরে নগরীর হাজীরহাটে তামাকের গোডাউনে আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৭ মার্চ) রাত ১০টা ৩০ মিনিটে দিকে এ আগুন লাগে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সর্ম্পকে জানতে চাইলে রংপুর ফায়ার সার্ভিসের উপ পরিদর্শক ওয়াহেদুল ইসলাম জানান, এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর জানা সব যাবে।
ইত্তেফাক/এনএ