শীতলক্ষ্যা নদীর তীরে স্বজনদের কান্না

ছবি: তাপস সাহা
ইত্তেফাক অনলাইন ডেস্ক২০:৪১, ০৫ এপ্রিল, ২০২১ | পাঠের সময় : ০.৪ মিনিট
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটি তীরে তোলা হয়েছে। মোট লাশ উদ্ধার হয়েছে ২৯।
১৮ ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ।
দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ‘সাবিত আল হাসান’ নামে লঞ্চটি তীরে তোলা হয়।
মাঝ নদী থেকে লঞ্চটি টেনে পারের দিকে নিয়ে আসার সময় আশেপাশে ভিড় করেন স্থানীয়রা।
উদ্ধারকর্মীদের পাশাপাশি লঞ্চটি তোলার পর সেখান থেকে মরদেহ উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয়রা।
সে সময় নিখোঁজ যাত্রীদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
ছুটে আসেন শুধু একবার প্রিয়জনকে দেখতে।
ইত্তেফাক/এনএসএন