বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দৌলতপুরে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১১:৫৭

কুষ্টিয়ার দৌলতপুরের ভারত সীমান্ত সংলগ্ন জামালপুর এলাকায় সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শীর্ষ মাদক ব্যবসায়ী ফামিদ হোসেন (৪৫) নিহত হয়েছেন। রবিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার প্রাগপুর ইউপির জামালপুর উত্তরপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর উত্তরপাড়া গ্রামের নান্দু মন্ডলের ছেলে ফামিদ হোসেন সকালে বাড়ির পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় তার সৎ ভাই মিলন হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। তার হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখে কেউ তার পাশে যেতে সাহস করেননি বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, নিহত ফামিদের বিরুদ্ধে থানায় মাদক ও লুটতরাজসহ একাধিক মামলা আছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ইত্তেফাক/জেডএইচডি