শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১২ জন গ্রেফতার 

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১১:৪৮

হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন হেফাজতের কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। উক্ত সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি ও সরাইল থানায় ২ টিসহ সর্বমোট ৫৫টি মামলা রুজু করা হয়েছে। 

হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩০ জন গ্রেফতার 

হেফাজতে ইসলামের ডাকা হরতালে পুড়িয়ে দেওয়া হয়েছে 'সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন'। ছবি: সংগৃহীত

এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এসকল মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ৩১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়েছে।

গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। সকাল থেকেই হরতাল সমর্থকেরা বিভিন্ন সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে।

ইত্তেফাক/এএএম