বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৩০ লাখ মিটার কারেন্ট জাল ও ৭ হাজার কেজি জাটকা জব্দ

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৮:৪৫

চাঁদপুরের হরিনাঘাট নৌ-পুলিশ ফাঁড়ি ও মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ি মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার এবং ৭ হাজার কেজি জাটকা জব্দ করেছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়। 

নৌ পুলিশের প্রধান আতিকুল ইসলাম বলেন, দেশের মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে ১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ নিধন প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার হরিনাঘাট নৌ ফাঁড়ি মেঘনা নদী থেকে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১২০ কেজি জাটকা, ও ১টি জাটকা মাছ ধরার নৌকা জব্দ করে। কারেন্ট জাল দিয়ে জাটকা মাছ ধরার অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ৬ হাজার ৮শ কেজি জাটকা ও জাটকা ধরার কাজে ব্যবহৃত ২টি ট্রলার আটক করে। পরে জব্দ করা জাটকা মাছ স্থানীয় এতিমখানা এবং গরীব-দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে। নৌকা ও ট্রলার সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ফাঁড়ির হেফাজতে রয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 
ইত্তেফাক/এমএএম