শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঝিনাইগাতীতে আদিবাসী নারী ধর্ষণ, গ্রেফতার ১

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৬:২৪

শেরপুরের ঝিনাইগাতীতে এক আদিবাসী বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মো. নাইম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত নাইম উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। ১৯ এপ্রিল রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১১ ঘটিকার দিকে নাইম একই গ্রামের এক সন্তানের জননী বিধবা আদিবাসী নারীর বাড়ীতে প্রবেশ করে ওই নারীকে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ করলে বা কাউকে জানালে ওই নারীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে নাইম। ঘটনাটি জানাজানি হয়ে গেলে স্থানীয়ভাবে তা মীমাংসার চেষ্টা করা হয়। জানা যায়, ১৯ এপ্রিল সোমবার দিবাগত রাতে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদের নেতৃত্বে ধর্ষণের ঘটনাটি আপোষ মীমাংসার প্রস্তুতি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানের নেতৃত্বে এসআই সাজেদুল ইসলাম, কলিম উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ বাহিনী ধর্ষক নাইমকে আটক করে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।


ইত্তেফাক/এমএএম