বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শরণখোলায় হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৭:৩৩

বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংস ও মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের পিলের রাস্তায় আগে থেকে ওত পেতে থাকে। রাত ২টার দিকে ওই দুই শিকারি ১৫ কেজি হরিণের মাংস বস্তায় ভরে বিক্রির জন্য মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। 

আটককৃতরা হলো-শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের পুত্র আলীরাজ হোসেন (২০) ও মো. ইসমাইল হাওলাদারের পুত্র রেজাউল হাওলাদার (২২)।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করে মাংস ও মোটরসাইকেল জব্দপূর্বক আসামিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। 

জব্দকৃত মাংস আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।

ইত্তেফাক/এএএম