শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিংগাইরে ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:০৪

হেফাজত ইসলামের সরকার বিরোধী বক্তব্য নিজ ফেসবুক পেজে পোষ্ট শেয়ার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক অলি মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) গ্রেফতার করে আদালতে সোপর্দ করে সিংগাইর থানা পুলিশ।উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান বাদি হয়ে গত বুধবার (২১ এপ্রিল) রাতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি করেন। 

পুলিশ ও বাদি টিপু সুলতান জানান, হেফাজত ইসলামের সরকার বিরোধী বিভিন্ন অপপ্রচার অলি তার ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট শেয়ার আসছে। সর্বশেষ বুধবার হেগফাজত ইসলাম ও সরকার বিরোধী একটি পোষ্ট তার ফেসবুক পেজে শেয়ার করেন। আওয়ামী লীগ নেতা হয়েও তার ফেসবুক পেজে নিয়মিত হেফাজত ও সরকার বিরোধী অপপ্রচার থেকে তাকে একাধিকবার না করলেও সে তা আমলে নেয়নি। ফলে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।
 
বিষয়টির সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসলাম হোসেন বলেন, আসামিকে ঐ রাতেই গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করেছে। 
ইত্তেফাক/এমএএম