শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন, ৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ মে ২০২১, ১৩:৩৮

নোয়াখালী কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

রবিবার (২মে) রাতে নির্যাতনের শিকার বিবি খাদিজা (৪৫) বাদী হয়ে ৩ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় চরএলাহী ২নং ওয়ার্ডের চরকলমি গ্রামের আচইয়া মানিকের ছেলে জাহাঙ্গীরের পুত্র মাসুদ ও একই এলাকার জামাল বলির ছেলে সাইফুল।

মামলার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি জাহেদুল হক রনি বলেন, আসামিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত আছে এবং দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।

এর আগে শনিবার দুপুরে বরগা জমির ধান খাওয়ায় স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীরের গরুকে পিটিয়ে তাড়িয়ে দেয় জাবেদ হোসেনের ছেলে আইয়ুব খান। এ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর, তার ছেলে মাসুদ ও সহযোগী সাইফুল আইয়ুবকে হাত-পা বেঁধে মারধর করেন। তাকে বাঁচাতে মা বিবি খাদিজা এগিয়ে গেলে মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। পরে এলাকায় জানাজানি হলে প্রশাসনের তোলপাড় সৃষ্টি হয়।

ইত্তেফাক/এমআর