শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদকে সামনে রেখে সক্রিয় মৌসুমি অপরাধচক্র

আপডেট : ০৭ মে ২০২১, ১৭:৩১

ঈদকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অপরাধীচক্র। শুধু শহরেই নয়, শহরতলী এলাকা গুলোতেও প্রতারণার নানা ফাঁদ পেতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। 

ঈদ এগিয়ে আসায় ধীরে ধীরে লকডাউন শিথিল হচ্ছে। ফলে বেড়েছে মানুষের অবাধ চলাফেরা। শপিংমলগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। আর এ সুযোগেই তৎপরতা শুরু করেছে অপরাধীরা। ছিনতাইকারী, জাল নোট কারবারি, মলমপার্টি-অজ্ঞানপার্টি, চাঁদাবাজ চক্রসহ নানা ধরনের অপরাধী এখন দাঁপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জ শহরে। 

তবে আগে থেকেই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী। ঈদের কেনাকাটায় ব্যস্ততা বেড়ে যাওয়ায় ছিনতাইসহ মৌসুমী অপরাধী ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে ডিবির একাধিক টিম। শহরের শান্ত, কোলাহলমুক্ত ভোরকে ভয়ঙ্কর করে তুলছে বেপরোয়া ছিনতাইকারীরা। নগরীর অনিন্দ্য সুন্দর সকালের পিচঢালা পথকে রক্তাক্ত করে তুলছে তারা। বেশির ভাগ ক্ষেত্রে ভোর কিংবা গভীর রাতে ঘটছে এসব ছিনতাইয়ের ঘটনা। পুলিশ বলছে, ঘটনাপ্রবণ এলাকায় বাড়তি নজর রয়েছে তাদের। 

খোঁজ নিয়ে জানা গেছে, ছিনতাইয়ে জড়িতদের বেশির ভাগই কিশোর, উঠতি তরুণ ও গাড়িচালক। পুলিশ জানিয়েছে, কিছু ভুক্তভোগী মামলা করেন, অনেকেই করেন না। কোনো থানা যদি ছিনতাইয়ের মামলা না নিতে চায়, তবে ঊধ্বর্তন কর্মকর্তাদের জানাতে বলেছেন পুলিশ কর্মকর্তারা। 


নারায়ণগঞ্জে ফুটপাত-মার্কেটে উপচে পড়া ভিড়। ছবি: তাপস সাহা

সূত্রে জানা গেছে, পবিত্র ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিংমল, বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয় রয়েছে। তারা চেতনানাশক ওষুধ মেশানো খাদ্যদ্রব্য হিসেবে চা, কফি, জুস, ডাবের পানি, ক্রিম জাতীয় বিষ্কুটসহ বিভিন্ন সামগ্রী বিক্রির নামে সাধারণ মানুষকে খাইয়ে অজ্ঞান করে সব নিয়ে নিচ্ছে। কখনো কখনো অজ্ঞান ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে তার স্বজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও অন্যান্য মাধ্যমে মুক্তিপণও আদায় করে। 

গত কয়েকদিনে শহরে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিগত সময়ে ঈদ আসলেই ছিনতাইকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হলেও এখন তা দেখা যাচ্ছে না। এছাড়াও পুলিশের নিরবতার কারণে ছিনতাইয়ের ঘটনার পর থানায় কেউ অভিযোগ করতেও আসছে না। শহর ছাড়াও ফতুল্লার বিসিক শিল্পনগরীতে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। মূলত ঈদকে সামনে রেখে ছিনতাইকারীসহ মৌসুমি অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছেন।

ইত্তেফাক/এসজেড