বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন সেই বৃদ্ধা

আপডেট : ১২ মে ২০২১, ২০:০০

মঙ্গলবার (১১ মে) দৈনিক ইত্তেফাকে ‘মহিতনের ইফতার ও সেহরি চলে অন্যের খাবারে’- এই শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি রংপুর জেলা পুলিশ প্রশাসনের দৃষ্টিগোচর হয়। ওই সংবাদের প্রেক্ষিতে মহিতনকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রংপুর জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের নির্দেশে সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ মহিতনের বাড়িতে যান। এ সময় তিনি মহিতনকে ১টি শাড়ি, ১০ কেজি চাল , ২ কেজি ডাল, তেল ২ লিটার, ২ কেজি আলু, মোরগ ২টা, ২ কেজি পেয়াজ, সেমাই, চিনি, দুধসহ অন্যান্য সামগ্রী ও নগদ ৫০০ টাকা প্রদান
করেন।


এসময় মহিতন একটি ঘরের জন্য আবদার করলে সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ বিষয়টি ঈদের পরে দেওয়ার কথা বলে অশ্বত্ব করেন।

ইত্তেফাক/এমআর